থানায় আশ্রয় নিয়ে আটক এলডিপি মহাসচিব!

0

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (৯ মে) দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এলডিপির মহাসচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদকে আটক করেছে পুলিশ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, চান্দিনা ডিগ্রি কলেজ ক্যাম্পাস এলাকায় সোমবার দুপুরে আওয়ামী লীগ ও এলডিপির পাল্টাপাল্টি সমাবেশ চলছিল। ড. রেদোয়ান আহমেদের গাড়ি সমাবেশস্থলে আসার মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আত্মরক্ষার্থে গাড়িতে থাকা ড. রেদোয়ান আহমেদ নিজের বৈধ অস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে দু’জন গুলিবিদ্ধ হন। পরিস্থিতি ঘোলাটে হলে চান্দিনা থানায় আশ্রয় নেন ড. রেদোয়ান আহমেদ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com