এপ্রিলে রেকর্ড রেমিট্যান্স পেল বাংলাদেশ

0

বাংলাদেশ এপ্রিল মাসে ২ দশমিক ০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে যা চলতি অর্থবছরে এক মাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঈদ উপলক্ষে সাধারণত প্রবাসীরা দেশে বেশি রেমিট্যান্স পাঠান। এরই ধারাবাহিকতায় রমজানের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, পাঁচটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এপ্রিল মাসে ৩৫৪ দশমিক ৮৯ মিলিয়ন, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এক হাজার ৬১২ দশমিক ৭৪ মিলিয়ন, বিদেশী ব্যাংক সাত দশমিক ৩৫ মিলিয়ন ও দুটি বিশেষায়িত ব্যাংক ৩৪ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে।

২০২১-২২ অর্থবছরের মার্চে বাংলাদেশ এক দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছিল।
সূত্র : ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com