ফ্লোরিডা উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৩৯

0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আটলান্টিক উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে দেশটির উপকূলরক্ষীরা (কোস্টগার্ড) তল্লাশি অভিযান শুরু করেছেন। চরম ঝুঁকি নিয়ে মানব পাচার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষীরা এসব কথা জানিয়েছেন।

সমুদ্র উপকূলে জেলেরা এক ব্যক্তিকে উদ্ধারের পরই এ খবর সামনে আসে। প্রাণে বেঁচে যাওয়া ওই ব্যক্তি জানান, নৌকাটি গত শনিবার রাতে ক্যারিবীয় অঞ্চলের দেশ বাহামাসের বিমিনি ছেড়ে যায়। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সেটি ডুবে যায়।

উপকূলরক্ষীদের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাণে রক্ষা পাওয়া ওই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা কোনো যাত্রীর লাইফ জ্যাকেট পরা ছিল না।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিমান ও পানিবাহী বিভিন্ন যানবাহনের সাহায্যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। চরম ঝুঁকি নিয়ে মানব পাচার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা ধারণা করছেন।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক কালে সাগর পাড়ি দিয়ে কিউবা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের আগমন সংখ্যা বেড়ে গিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com