অবৈধ আ.লীগ সরকারের পতন না হলে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়: আফরোজা আব্বাস

0

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বেগম আফরোজা আব্বাস বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসার জন্য সর্বপ্রথম এ অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে হবে। সরকারের পতন না ঘটাতে পারলে আমরা আমাদের মায়ের সুচিকিৎসা দিতে পারবো না, মুক্তিও হবে না। সে জন্য মহিলা দলের নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সোমবার দুপুরে শহরের বজ্রাপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখার কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী বেগম আফরোজা আব্বাস এসব কথা বলেন।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস আরও বলেন, সরকার বিএনপিকে ভয় পায় বলেই এখন কোথাও কোনো সভা, সমাবেশ করতে দেওয়া হয় না। কারণ তারা জানে যদি আমরা সভা-সমাবেশ করি তাহলে সরকারের সব অপকর্ম আমাদের সত্য কথার মাধ্যমে উঠে আসবে, তাদের মুখোশ জনগণের কাছে উন্মোচন হবে।

তিনি জানান, বর্তমান সরকার সবচেয়ে বেশি ভয় পাই এ দেশের জনগণকে, দেশের নারীদের। কারণ এ অবৈধ সরকার সবচেয়ে বেশি নির্যাতন করেছে নারী সমাজকে। নারীরা সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। সুতরাং এই সরকারকে আর কোনভাবেই সুযোগ দেওয়া যাবে না। তিনি আগামী দিনে সরকার পতনের আন্দোলনে নারীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানান।

জামালপুর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদা বেগম শ্যামার সঞ্চালনায় বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।

কর্মী সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জামালপুর জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সেলিনা বেগমকে সভাপতি, সাঈদা বেগম শ্যামাকে সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দিলরুবা ও শামিমা বেগম রুবিকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com