বিক্ষোভকারীদের হত্যা করলো কাজাখ পুলিশ

0

কাজাখস্তানের পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে হত্যা করেছে। পুলিশের অভিযোগ এসব বিক্ষোভকারী সরকারি অবকাঠামোগুলোতে তাণ্ডব চালাতে চেয়েছিল। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

বৃহস্পতিবার কাজাখ পুলিশের নারী মুখপাত্র সালতানেত আজিরবেক দেশটির খবর-২৪ টেলিভিশনকে বলেন, রাতে কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতিতে দেশটির প্রশাসনিক ও পুলিশ বিভাগের ভবনগুলোতে প্রবেশ করার চেষ্টা করছিল বিক্ষোভকারীরা। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। এসব বিক্ষোভকারী মূলত উগ্রবাদী আচরণ করছিল।

সম্প্রতি কাজাখস্তানে বিক্ষোভ চলার সময় এ হতাহতের ঘটনা ঘটে। জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে কাজাখস্তানের পশ্চিমাঞ্চলের তেল-গ্যাস সমৃদ্ধ অঞ্চলে এ জনবিক্ষোভ দেখা দেয়, পরে তা সমগ্র দেশে ছড়িয়ে পড়ে। ১৯৯১ সালে স্বাধীন হওয়ার পর কাজাখস্তানে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ।

এদিকে মধ্য এশিয়ার এ দেশটিতে বিক্ষোভ দমন করে শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার নেতৃত্বে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে অনুমতি দেয়া হয়েছে।

সূত্র : আল-জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com