‘ইউক্রেন পর্যন্ত ন্যাটোর উপস্থিতি বাড়ানো রাশিয়ার জন্য সরাসরি হুমকি’

0

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর উপস্থিতি ইউক্রেন পর্যন্ত বাড়ানো রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেছেন রুশ প্রেসিডেন্ট।

এই খবর নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন। বরিস জনসনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন জোর দিয়ে বলেছেন, সামরিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত এড়ানোর জন্য দ্রুতগতিতে দুপক্ষের মধ্যে সংলাপ হওয়া জরুরি। দু’পক্ষের মধ্যে সুস্পষ্ট আন্তর্জাতিক চুক্তি হওয়া প্রয়োজন।

ইউক্রেনের সীমান্তে রাশিয়ার হাজার হাজার সেনা মোতায়েন নিয়ে যখন মস্কো এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে মারাত্মক রকমের সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন এই বক্তব্য দিলেন পুতিন।

পশ্চিমা দেশগুলো যেমন দাবি করছে, রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে মূলত ইউক্রেনের অভ্যন্তরে সামরিক আগ্রাসন চালানোর জন্য তেমনিভাবে মস্কো বলছে, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য।

সূত্র : পার্সটুডে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com