ইংল্যান্ডে প্রতি ৬০ জনে একজন কোভিড আক্রান্ত

0

ইংল্যান্ডের প্রতি ৬০ জনে একজন কোভিড আক্রান্ত। উত্তর আয়ারল্যান্ডে এ হার ৪৫ জনে একজন এবং স্কটল্যান্ডে প্রতি ৬৫ জনে একজন। গত কয়েক সপ্তাহ ধরে সমগ্র বৃটেন জুড়েই বাড়ছে কোভিড সংক্রমণ। গত সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির এ ধারা অব্যাহত ছিল বলে জানিয়েছে দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস)।

গার্ডিয়ানের খবরে জানানো হয়েছে, ইংল্যান্ডের সবথেকে বেশি সংক্রমণ বেড়েছে নর্থ ইস্ট, ইয়র্কশায়ার, হাম্বার এবং লন্ডনে। ২৭ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ইংল্যান্ডে দুই বছরের শিশু থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এবং ৩৫ থেকে ৪৯ বছর বয়স্কদের মধ্যে সবথেকে বেশি কোভিড সংক্রমিত হয়েছে। তবে ৭০ বছরের বেশি বয়স্কদের মধ্যে সংক্রমণের হার কমেছে। এরমধ্যে গতকাল জুলাইয়ের পরে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে বৃটেনে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com