সালাহউদ্দিন আইয়ুবী রহ.-কে নিয়ে টিভি সিরিজ বানাবে তুরস্ক ও পাকিস্তান

0

মহাবীর সালাহউদ্দিন আইয়ুবী রহ. এর জীবন নিয়ে যৌথ উদ্যোগে একটি টেলিভিশন সিরিজ প্রযোজনা করবে তুরস্ক ও পাকিস্তান।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) এক অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মুসলিম ইতিহাসের সাথে পরিচিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান এ তথ্য জানান।

ইমরান খান বলেন, সালাহউদ্দিন আইয়ুবীর জীবনের উপরে নির্মিত ধারাবাহিক তরুণদেরকে তাদের ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে সচেতন করবে।

চলচ্চিত্র নির্মাতা শেহজাদ নওয়াজ এবং তুর্কি প্রযোজক এমরে কোনুকের সাথে এক বৈঠকে ইমরান খান বলেন, রুটিন বিষয় বেছে নেয়ার পরিবর্তে ঐতিহাসিক আখ্যানের উপর ভিত্তি করে নাটক ও চলচ্চিত্র নির্মাণের এখনই সময়।

তিনি বলেন, পশ্চিমারাও সালাহউদ্দিন আইয়ুবীকে একজন মহান মানুষ হিসেবে গণ্য করে। জেরুসালেম ঐতিহাসিক বিজয়ের পর সালাহউদ্দিন আইয়ুবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন।

সালাহউদ্দিন আইয়ুবী রহ. এর জীবনীর উপর টেলিভিশন সিরিজের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানা যায়। সিরিজটির শুটিং আগামী বছরের এপ্রিলে শুরু হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com