তালেবানের সমর্থনে বোরকা পড়ে সমাবেশ করল আফগান নারীরা

0

তালেবান সরকারের নীতির সমর্থনে বোরকা পড়ে সমাবেশ করেছেন আফগিস্তানের নারী। পা থেকে মাথা পর্যন্ত কালো বোরকায় নিজেদের দেহ আবৃত করে এবং কালেমা খচিত পতাকা হাতে নিয়ে সমাবেশে অংশ নেন তারা।

শনিবার (১১ সেপ্টেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলের শহীদ রাব্বানি এডুকেশন ইউনিভার্সিটির লেকচার থিয়েটারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কয়েকজন নীল রঙয়ের বোরকা পরলেও বেশিরভাগেরই পরনে ছিল কালো বোরকা ও নেকাব। অনেককে হাতমোজাও পরতে দেখা যায়।

সমাবেশে নারীরা পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ইসলামপন্থীদের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন।

এসময় শাবানা ওমারি নামে এক নারী জনতার উদ্দেশে বলেন, তিনি তালেবানদের নীতির সঙ্গে একমত যে নারীদের মাথা ঢেকে রাখা উচিত।

তিনি বলেন, যারা হিজাব পরেন না তারা আমাদের সবার ক্ষতি করছেন। ‘আল্লাহু আকবার’ বলে সমাবেশে বক্তব্য শেষ করেন শাবানা ওমারি।

অপর এক নারী বলেন, আমরা সেই নারীদের বিরুদ্ধে যারা রাস্তায় বিক্ষোভ করে বলছে তারা নারীদের প্রতিনিধি।

মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের সমালোচনা করে তিনি বলেন, এটা কি বিগত সরকারকে পছন্দ করার স্বাধীনতা? না, এটা সেই স্বাধীনতা নয়। ওই সরকার নারীদের অপব্যবহার করছিল। তারা শুধু সৌন্দর্যের ভিত্তিতে নারীদের নিয়োগ দিয়েছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com