আইনজীবী সমিতির সভাপতির পদ দখলের প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন-বিক্ষোভ

0

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পদ দখলের অপচেষ্টার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ কালো পতাকা প্রদর্শন করেছেন আইনজীবীরা।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট আয়োজিত বিক্ষোভে প্রায়তিন শতাধিক আইনজীবী কালো পতাকা হাতে নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পদ দখলের অপচেষ্টার প্রতিবাদ জানান।

তারা বলেন, আমরা সভাপতির পদ দখল করতে দেব না। আমরা রুখে দেব। সভাপতির পদ দখলের প্রতিবাদে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী কামরুলইসলাম সজলের সঞ্চালনায় কালো পতাকা নিয়ে বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক আবেদ রাজা, আইনজীবী গোলাম রহমান, সাইফুর রহমান, মোহাম্মদ আলী, কামরুজ্জামান মামুন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ব্যারিস্টারমনিরুজ্জামান আসাদ, ব্যারিস্টার মারয়াম খন্দকার, আইনজীবী ফোরামের সহসাংগঠনিক সম্পাদক মাকসুদ উল্লাহ প্রমুখ।

সমাবেশ শেষে আইনজীবীরা কলোপতাকা মিছিল নিয়ে অ্যাটর্নি জেনারেল ভবনের সামনে যান। সেখান থেকে সুপ্রিম কোর্ট বারভবনে এসে বিক্ষোভ শেষ হয়।

আইনজীবী সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার বলেন, সুপ্রিম কোর্টের পবিত্রতা রক্ষার জন্যআমরা কলোপতাকা মিছিল করছি। সভাপতির পদ দখলের প্রতিবাদে প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন কর্মসূচিতে যাব।সরকার পেশাজীবীদের সংগঠন দখল করছে। আমরা সুপ্রিম কোর্ট বার দখল করতে দেব না। অনির্বাচিত কাউকে সভাপতিমানবে না আইনজীবীরা।

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা অধিকার রক্ষার জন্য রাজপথে আছি। আর সরকার সমর্থকরা সভাপতির কক্ষ দখল করে উল্লাসে মেতে উঠেছে। আইনজীবীদের তোপের মুখে পড়বে তাই রাষ্ট্রীয় নিরাপত্তায় গোয়েন্দা, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুর্টি অ্যাটর্নি জেনারেলদের নিয়ে সভাপতির কক্ষে ঢুকতে হয়। এটা সুপ্রিম কোর্টের ইতিহাসেলজ্জাজনক।

তিনি বলেন, নির্বাচিত না হয়ে কাউকে সভাপতির পদ দখল করতে দেয়া হবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com