দেশে সুষ্ঠু নির্বাচন হলে পালানোর পথ খুঁজে পাবে না আওয়ামী লীগ: নজরুল

0

বাংলাদেশকে ‘এক অদ্ভূত রাষ্ট্র’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছেন, ‘ক্ষমতা দখলে রাখতে সরকার অনেক নৌকায় পা দিয়ে বসে আছে। যেকোনও সময় সরকার পড়ে যেতে পারে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এক অদ্ভূত রাষ্ট্র, দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, আবার ধর্মনিরপেক্ষতাও আছে। একই সংবিধানে গণতন্ত্রও আছে, সমাজতন্ত্রও আছে। একই সংবিধানে বাঙালি জাতীয়তাবাদও আছে, বাংলাদেশি জাতীয়তাবাদও আছে। আসলে ক্ষমতায় থাকার জন্য সব ব্যাপারে কম্প্রমাইজ করা।’

গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ২০ দলীয় জোট শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচি নূর হোসাইন কাসেমী ও মুসলিম লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান খানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘সরকারের জনপ্রিয়তা নেই বলে তারা ভোটার, রাজনৈতিক দল ও জনগণকে ভয় পায়। তারা জানে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তারা মোটেও জিততে পারবে না। এটা আমাদের কথা না। তাদের নেতারাই বলছেন। পালানোর জায়গা পাবে না, ইত্যাদি ইত্যাদি। এটাই বাস্তবতা। এজন্যই তারা জনগণকে ভোট দেয়ার সুযোগ দেয় না।’

তিনি বলেন, ‘আমরা অনেক আশা নিয়ে ত্যাগ স্বীকার করে মুক্তিযুদ্ধ করেছি। এ বছর আমরা সুবর্ণজয়ন্তী পালন করবো। অথচ মুক্তিযুদ্ধের যে সুবর্ণ ফসল গণতন্ত্র সেই গণতন্ত্র আজ নেই। কারণ গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচন যদি সঠিক না হয়, তাহলে গণতন্ত্র থাকে না।’

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘আমরা সবাই জানি, একবার হলো প্রার্থীহীন নির্বাচন। যেখানে তিনশ’র মধ্যে ১৫৩টি আসনে কোনও প্রার্থী ছিল না। আর একবার হলো আগের রাতে নির্বাচন। কেন এটা হলো? কেন একটা রাজনৈতিক দল জেতার জন্য কোনও বিশেষ বাহিনীর ওপর নির্ভর করে? কিংবা অন্যদেরকে প্রার্থী হতে দেয় না? কিংবা ভোটার যাতে ভোট দিতে কেন্দ্রে যেতে না পারে তার চেষ্টা করে? কারণ, তারা জানে- জনগণ ভোট দিলে তারা মোটেই জিততে পারবে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com