ট্রাম্প জর্জিয়ার প্রার্থীদের সমালোচনা করায় সিনেটের নিয়ন্ত্রণ হারাতে পারে রিপাবলিকানরা

0

শনিবার জর্জিয়ার রানাফ সিনেট নির্বাচনের দুই প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে জর্জিয়া সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই কিছুদিন আগের নির্বাচনে পরাজিত হয়েছেন, যার পেছনে জর্জিয়ার অবদান যথেষ্ট ছিলো। এরপরেই তীব্র ভাষায় তিনি রাজ্যের পার্টি কর্মকর্তাদের আক্রমণ করতে থাকেন। এই আক্রমণ থেকে ছাড় পাননি দুই সিনেট প্রার্থীও।

সূত্র জানায়, সম্প্রতিট্রাম্প জর্জিয়ার রিপাবলিকান গভর্নর ব্রেইন কেম্পকে ফোন করে রীতিমতো গালাগালি করেন। তিনি তাকে অপদার্থ ও উন্মাদ বলে সম্বোধন করেন। তিনি বলেন, নেতাদের ছেলেমানুষির জন্য দুই রিপাবলিকান প্রার্থীকে রানাফে অংশ নিতে হচ্ছে। সূত্রটি বলছে, ট্রাম্পের এই আচরণ পছন্দ করেননি রিপাবলিকান নেতারা।

যদি এই আসন দুটি জিতে নিতে পারেন ডেমোক্রেটরা, তবে জো বাইডেনের জন্য প্রথম ২ বছর মোটামুটি কুসুমাস্তীর্ণই হবে। কারণ এর ফলে সিনেটে ৫০-৫০ এ সমতা করবে ডেমোক্রেটরা। আর ভাইস প্রেসিডেন্ট তাদের হওয়ায় সংখ্যাগরিষ্ঠতাই তাদেরই হবে। তবে এই দুই আসনের একটিতে ডেমোক্রেটরা জিতলে নিয়ন্ত্রণ মিচ ম্যাককনেলের হাতেই থাকছে। এনপিআর

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com