তুর্কি-সৌদি সম্পর্ক উন্নয়নের লক্ষে এরদোগান-সালমানের বৈঠক

0

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ আল সৌদের মধ্যে ফোনালাপ চলাকালে তারা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

শনিবার তুরস্কের প্রেসিডেন্টের দফতর একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

প্রেসিডেন্ট দফতরের লিখিত এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট এরদোগান ও বাদশাহ সালমান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সংলাপের পথ খোলা রাখতে সম্মত হয়েছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতা জি-২০ নেতাদের সম্মেলনের বিষয় নিয়েও কথা বলেন। ২১-২২ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বছর সৌদি আরব জি-২০ সম্মেলনের আয়োজক দেশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com