থাইল্যান্ডে পার্লামেন্ট ঘেরাও, নৌকায় চড়ে ‘পালালেন’ এমপিরা

0

থাইল্যান্ডে রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ তীব্র রূপ ধারণ করেছে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ঘেরাও করলে রাজতন্ত্র অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

মঙ্গলবার ব্যাংককে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহার করে। এ সময় পার্লামেন্টের পাশের নদী দিয়ে নৌকায় এলাকা ছাড়েন এমপিরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে। সংঘর্ষে ৫৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গুলির আঘাতে আহত হয়েছেন পাঁচ ব্যক্তি, যাদের মধ্য দুইজন শিক্ষার্থী।

গত জুলাই থেকে শুরু হওয়া সরকার ও রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিল।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচার পদত্যাগসহ দেশটির রাজার ক্ষমতা খর্ব করার দাবি নিয়ে রাস্তায় নামে বিরোধী দল।

মঙ্গলবার সংবিধান পরিবর্তনের জন্য এমপিদের ওপর চাপ সৃষ্টি করতে হাজার হাজার বিক্ষোভকারী পার্লামেন্টের বাইরে জমায়েত হন।  তবে তাদের কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দেয় পুলিশ।

পুলিশের একজন মুখপাত্র বলেন, বিক্ষোভকারীরা সংরক্ষিত এলাকা ভাঙার চেষ্টা চালালে পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহারে বাধ্য হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com