প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি যতই ভয় দেখান, গুম-খুন করেন, দেশের মানুষ আজ জেগেছে: মান্না

0

ক্ষমতাসীনদের প্রতি প্রশ্ন রেখে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এটা কী দল? আপনারা কী লীগ? আওয়ামী লীগ? যুবলীগ? নাকি ধর্ষক লীগ?’ 

সরকারের উদ্দেশ্যে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘আমি প্রশ্ন রাখতে পারি, দেশের ২ লাখ ধর্ষণ মামলা এখন পর্যন্ত বিচার হয়নি কেন? ১২ বছর ধরে ক্ষমতায় আছেন। আমাকে বলেন তো, সব ধর্ষক আপনাদের দলের মধ্যে কেন?’

একসময়ের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মান্না দলটির প্রতি পরামর্শ দিয়ে বলেন, ‘সমস্ত ধর্ষকদের বের করে দেন। ব্যাংক ডাকাত, ভোট ডাকাত দের বের করে দিয়ে ভালো মানুষদের নিয়ে দল করেন। মানুষদের সম্মান করেন।’

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে ধর্ষণ ও খুনের মূল হোতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশ্যে মান্না বলেন, ‘যারা লাখ লাখ টাকা বিদেশে পাচার করে তাদের খুঁজে বের করতে পারেন না। যারা ডাকাতি করে, ব্যাংক লুট করে মানুষের পকেট কাটে তাদের বিচার করতে পারেন না। শুধু বিরোধী দলের ওপর এই গরম ঢালেন। বেগম জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী, তাঁর ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। আর আপনাদের জেলা কমিটির ছাত্রলীগ সভাপতি ২০০০ কোটি টাকা বিদেশে পাচার করে, তার গডফাদারকে আপনারা খুঁজে বের করতে পারেন না।’

সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘যতই ভয় দেখান, গুম-খুন-ধর্ষণ করেন, বাংলাদেশের মানুষ জেগেছে। দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। ভালো হয়ে যান। আর যদি ভাল হতে না পারেন তাহলে খারাপ মানুষের যে শাস্তি সেই শাস্তি পাবেন।’

তিনি বলেন, ‘আর যদি ডাকাতদের নিয়ে দল করেন গায়ের জোরে সবকিছু চালানোর চেষ্টা করেন আমি বলি ইতিহাসের শিক্ষা, গায়ের জোরে হিটলার, মুসোলিনি, বর্তমানে হোসনে মোবারকও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনিও (শেখ হাসিনা) পারবেন না।’

তিনি বলেন, ‘একে-ওকে বলে বেড়ান যতই চিৎকার করেন, নাটক ছিল না আমজাদ হোসেনের- ‘মারপিট যাই কর টাকার গাট্টি ছাড়বো না’। মানববন্ধন করো মিছিল করো আমি ছাড়বো না। সেই নাটকে যেভাবে টাকার গাট্টি ছড়ানো হয়েছে আপনাকেও (প্রধানমন্ত্রী) সেভাবে গদি থেকে সরানো হবে। অপেক্ষা করেন, এইদিন দিন নয় আরও দিন আছে, এইদিনই নিয়ে যাবে সেইদিনের কাছে।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. সালাউদ্দিন খান পিপিএম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদারের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দিন আহমেদ তাজ, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, এম জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী, সংগঠনের কেন্দ্রীয় নেতা নুরুল হক নুরু ও গাউসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com