চাঁদা না দেয়ায় বরিশালে ছাত্রলীগের হামলার অভিযোগ

0

দাবিকৃত চাঁদা না পেয়ে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ঢুকে প্রধান সহকারীর ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। 

আজ বুধবার দুপুরে কলেজের প্রধান সহকারীর কক্ষে এই ঘটনা ঘটে। হামলায় আহত প্রধান সহকারী ওয়াহিদুজ্জামান সুমনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার কথা জানিয়েছেন তিনি। 

কলেজ সূত্র জানায়, শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করেছিলেন প্রধান সহকারী ওয়াহেদুজ্জামান। 

তিনি জানান, দুপুর সোয়া ১টার দিকে ইতিপূর্বে ছাত্রত্ব বাতিল হওয়া রাকিবের নেতৃত্বে উত্তমসহ ৫-৬ জন তার কাছে চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ পরিচয়ধারীরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা তাকে চর-থাপ্পড় আর এলোপাতাড়ি লাথি-ঘুষি দিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। 

প্রধান সহকারীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা বলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কামাল। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com