সাম‌নে সত‌্য ঘটনা নি‌য়ে ‘নাটক হ‌বে’: ‘ইনডেমনিটি’ নাটকের প্রতি ইঙ্গিত করে সরকারকে সোহেল

0

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বিকৃতভাবে উপস্থাপন করে’ নির্মিত ‘ইনডেমনিটি’ নাটকের প্রতি ইঙ্গিত করে সরকা‌রের উদ্দেশ‌্য বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, ‘আপনারা মিথ্যা ঘটনা নিয়ে নাটক বানিয়েছেন। সামনে কিন্তু সত্য ঘটনা নিয়ে নাটক হবে।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা নাটক নির্মাণসহ কয়েকটি ইস্যুর প্রতিবাদে জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

সরকারের সমালোচনা করে হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘আগামী দিনে ৭২-৭৫ এর দুর্ভিক্ষ নিয়ে নাটক হবে। একদিকে ঢাকা মহানগরের এপাশে ওপাশে দুর্ভিক্ষে মানুষের লাশ পড়ে আছে অপরদিকে ডাস্টবিনের সামনে মানুষ এবং কুকুর যখন পাশাপাশি খাবার খাচ্ছে তখন এই মহানগরীতেই মাথায় সোনার মুকুট পরে কারা হেঁটেছে, তা এদেশের মানুষ জানে। সেগুলো নিয়েও কিন্তু নাটক হবে। সিরাজ সিকদারকে কিভাবে হত্যা করা হয়েছে তা নিয়েও নাটক হবে, কিভাবে সব পত্রিকা বন্ধ করে দিয়ে চারটি পত্রিকা চালু করে রাখা হয়েছিলো তা নিয়ে নাটক হবে।’

তিনি বলেন, ‘সিরাজউদ্দৌলা-মীরজাফরদের নিয়েও নাটক সিনেমা হয়েছে, কিন্তু ১৯৮৬ সালে যারা মানুষের রক্তের সাথে বেঈমানি করে এরশাদের স্বৈরশাসনের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে সেই নব্য মীরজাফরদের নিয়ে সামনে নাটক কিন্তু হবে।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে একটি গোষ্ঠী বহুদিন যাবত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে, কিভাবে তাঁকে ছোট করা যায়। চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও তার দলের বড় বড় নেতারা। নামিয়ে দিয়েছেন ভাড়া করা বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের। বছরের পর বছর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কোনভাবেই ছোট করতে পারছেন না। কারণ যে বৃক্ষের শিকড় অনেক গভীরে তা কোনও বাতাসে উপড়ে পড়ে না।’ 

তিনি বলেন, ‘হিমালয় পর্বতের সামনে দাঁড়িয়ে তার উচ্চতা ও বিশালতা দেখে কেউ যদি হিংসে করে আর হিমালয় পর্বতকে গালি দেয় তাতে হিমালয় পর্বতের কিছুই আসে যায় না। আটলান্টিকের সামনে দাঁড়িয়ে তার বিশালতা দেখে কেউ যদি তাকে গালি দেয়, তাকে ছোট করার চেষ্টা করে এতে আটলান্টিকের কিছুই যায় আসে না।’ 

তিনি বলেন, ‘সেক্সপিয়রকে নিয়ে, তাঁর নাটক নিয়ে সবাই সমালোচনা করতে পারেন। তবে তার বা তার নাটকের কিছু আসে যায় না। নিজ মহিমা নিয়েই সেক্সপিয়র বেঁচে থাকবেন। ঠিক তেমনিভাবে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানকে খাটো করার জন্য যত চেষ্টাই করুন তিনি আপন মহিমায় বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছেন। সেই জায়গা থেকে তাঁকে সরানোর ক্ষমতা কারও নেই।’

আয়োজক সংগঠনের সভাপতি ডক্টর মামুন আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল ক‌বির রিজভী, যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আমিনুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি মো. সানাউল্লাহ ও শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com