তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম আপাতত স্থগিত; আবার ‍শুরু করা হবে: এরদোগান

0

গ্রিসকে আলোচনায় বসার সুযোগ হিসেবে নিজেদের অধিকারে থাকা পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম আপাতত স্থগিত করেছে তুরস্ক।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইস্তাম্বুলে দেওয়া বক্তৃতায় এ কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, গ্রিসকে কূটনৈতিক অবকাশ দেওয়ার লক্ষ্যে গবেষণা জাহাজ প্রত্যাহার করা হয়েছে। এজন্য পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। তবে এ কাজ আবারো শুরু করা হবে।

এরদোগান জানান, জাহাজটিকে মেরামতের জন্য ফিরিয়ে আনা হয়েছে।

গত আগস্ট মাসে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য তুরস্ক আন্তর্জাতিক নিয়মানুসারে নিজেদের অধিকারে থাকা পূর্ব ভূমধ্যসাগরে একটি জরিপ জাহাজ পাঠায়। জাহাজটি গ্রিসের দাবি করা কাস্তেলোরিজো দ্বীপের কাছে তেল-গ্যাস অনুসন্ধান করছে। গ্রিস বলছে, তার পানিসীমায় তুরস্ক এ তৎপরতা চালাচ্ছে।

তবে, তুরস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক নিয়মানুসারে নিজের পানিসীমায় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এটি তার বৈধ অধিকার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com