হাটহাজারী মাদরাসায় ক্লাস চলবে: জুনায়েদ বাবুনগরী

0

হাটহাজারী মাদরাসা কেন্দ্রীয় মসজিদে আজ জুমার নামাজের পূর্বে বয়ান করেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। এসময় তিনি বলেন, তোমরা ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করবে। তোমরা পড়ালেখায় মনোযোগী হও এবং আগামীকাল থেকে মাদরাসা খোলা থাকবে ও ক্লাস যথারীতি চলবে। তোমরা ক্লাসে অংশগ্রহণ করবে। তিনি আরো বলেন, আল্লামা আহমদ শফী চিকিৎসাধীন আছেন। আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন।

এদিকে জুমার নামাজের পর মুসল্লীরা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর মাদ্রাসার শাহী গেইটের পকেট গেইট পুনরায় তালাবদ্ধ করে দেয়া হয়।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতরাতে হাটহাজারী মাদরাসার মুহতামিম পদ ছেড়ে দেন আল্লামা শাহ আহমদ শফী। তার ছেলে আনাস মাদানীকেও মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

এই পরিস্থিতির জন্য জুনায়েদ বাবুনগরীকে দায়ী করেছেন আনাস মাদানী। শিক্ষা মন্ত্রণালয় গতকাল হাটহাজারী মাদরাসা বন্ধ ঘোষণা করে। যদিও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে। মাদরাসা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com