বাদশাহ সালমান ট্রাম্পকে বললেন, ফিলিস্তিনি ইস্যুর ন্যায্য সমাধান চাই

0

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, দেশটি ফিলিস্তিনিদের জন্য একটি ন্যায্য এবং স্থায়ী সমাধান দেখতে চায়, যা ছিল ২০০২ সালে আরব পিস ইনিশিয়েটিভ শুরুর মূল কারণ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থার বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

গত মাসে আমেরিকার মধ্যস্থতায় ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। ওই ঘটনার প্রায় এক মাস পর ফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিষয়টি নিয়ে সৌদি বাদশাহ কথা বলেন।

ইসরাইলকে দেওয়া আমিরাতের স্বীকৃতিকে শান্তি রক্ষার প্রচেষ্টা উল্লেখ করে মধ্যস্থততা করায় তিনি ট্রাম্পকে সাধুবাদ জানান। পাশাপাশি আরব পিস ইনিশিয়েটিভের ওপর ভিত্তি করে আমেরিকার কাছে ফিলিস্তিনি ইস্যুর একটি ন্যায্য এবং স্থায়ী সমাধান দেখতে চায় সৌদি আরব।

ওই প্রস্তাবের আওতায়, ফিলিস্তিনিদের সঙ্গে রাষ্ট্রীয় চুক্তি এবং ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর দখল করা অঞ্চল থেকে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পুরোপুরি প্রত্যাহার করলে, বিনিময়ে আরব দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com