ভারতীয় চ্যানেলগুলোর চরিত্র সংশোধন না করা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে: নেপাল

0

ভারতীয় চ্যানেলগুলোর চরিত্র সংশোধন না করা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ড. যুবরাজ খাতিওয়াদা ।

এর আগে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দিয়েছিলো নেপাল সরকার। তারপরও নেপাল নিয়ে থামেনি চ্যানেলগুলোর আপত্তিকর প্রতিবেদন। নেপাল দাবি করছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে নিয়ে ভারতীয় পত্রিকাগুলোতে বানোয়াট তথ্য সম্প্রচার করছে।

এদিকে ভারতীয় টিভি চ্যানেলগুলোতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে নিয়ে প্রতিবেদনে আপত্তিকর উপকরণ থাকায় এর প্রতিবাদ জানিয়ে কূটনৈতিক নোট পাঠিয়েছে নেপাল।

রোববার (১২ জুলাই) নেপাল পররাষ্ট্র দফতর কাঠমন্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের কাছে এই নোট পাঠানো হয়।

নোটে বলা হয়, নেপাল ও নেপালের জনগণকে অপমান ও অমর্যাদা করার জন্যই ইচ্ছাকৃতভাবে এ ধরনের মিথ্যা, বানোয়াট ও জঘন্য উপাদান সম্প্রচার করা হয়েছে। এটা দ্বিপাক্ষিক সম্পর্কে দুই দেশের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক। ভারতীয় মিডিয়াগুলো সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষের বীজ বপন করছে।

এই নোটের ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এখনো কোন বক্তব্য দেয়নি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com