করোনা সংক্রমনের মারাত্মক ঝুঁকিতে জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা

0

আরিফ মাহফুজ ডিএল টিভি প্রতিনিধি :

করোনা ভাইরাসের সংক্রমনের মহামরীর ভয়াভহ পরিস্থিতির সম্মুখীন হচেছ বাংলাদেশ। দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এক জেলা থেকে অন্য জেলায় মানুষের যাতাযাত,লকডাউন এবং সামাজিক দুরত্ব না মানার কারনেই দ্রুত গতিতে বাড়ছে সংক্রমনের হার। মোট কথায় সচেতনতার অভবেই সংক্রমন বাড়ছে।সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার মধ্যে সবচেয় বেশী সংক্রমিত হয়েছে ধর্মপাশা উপজেলায়। গত ২১শে মে ২০২০ পর্যন্ত হিসাব মতে, ধর্মপাশা উপজেলায় এপর্যন্ত মোট ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয় তার মধ্যে ১৭৯ জনের রিপোর্ট পাওয়া যায় ১৪ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। চিকিৎসা দেওয়ার পর এ পর্যন্ত মাত্র ৪ জন সুস্থ হয়েছেন। জামালগঞ্জে নমুনা পরীক্ষা করা হয় মোট ১৭৮ জনের রিপোর্ট পাওয়া যায় ১৬০ জনের এর মধ্যে করোনা পজিটিভ ধরা পরে মোট ৪ জনের শরীরে। তাহিরপুরে পরীক্ষা করা হয় ১১০ জনের রিপোর্ট পাওয়া যায় মোট ৮০ জনের এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় ৯ জনের শরীরে। বাকী ৩০ জনের রিপোর্ট যদি পাওয়া যায় তাহলে আরও ২-৩ পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে তাহিরপুর হবে সুনামগঞ্জের ২য় স্থানে আছে দক্ষিণ সুনামগঞ্জ। ধর্মপাশা ও তাহিরপুর-দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মধ্যে জামালগঞ্জ উপজেলা আর এই তিনউপজেলার মানুষের যাতায়াত জামালগঞ্জের সাথে খুব বেশী। বিশেষ করে ধর্মপাশা তাহিরপুর জামালগঞ্জের মানুষের সাথে একে অপরের যোগাযোগ বেশী যার ফলে জামালগঞ্জ উপজেলায় করোনা সংক্রমনের মারাতœক ঝুকির মধ্যে আছে। এর হার যে কোন সময় বেড়ে যেতে পারে। তবে এই সংক্রমন ঠেকাতে স্থানীয় প্রশাসন গুলোতে দায়সারা ভাব থাকলেও উক্ত তিন উপজেলার জনগনের মধ্যে রয়েছে সচেতনার অভাব । সকর্ততার রেডএলার্ট বার বার দেয়া সত্বেও উপজেলা গুলোর বড় বড় বাজার গুলোতে লোক সমাগম কমছেই না । তোয়াক্বা করা হচ্ছে না সামাজিক দুরত্বের নিয়ম গুলোকে। বিশেষ করে ঢাকা নারায়নগঞ্জ থেকে শ্রমিকরা তিন উপজেলার মধ্যে ধর্মপাশাতেই বেশী আসছে কারন ঢাকা থেকে যাতায়াত ব্যবস্তা এর একটা অন্যতম কারন। এই তিনটি উপজেলার স্থানীয় লোকজনের সাথে ফোনে কথা বলে জানা যায় -প্রশাসনের কঠোরতা ছাড়া বাজারগুলোতে লোক সমাগম কমানো সম্ভব না এমনকি প্রত্যেকি গ্রামের উপরও প্রশাসনকে কড়া নজরদারী করতে হবে। তা না হলে অত্যন্ত সংকটের মধ্যে পড়বে তিনটি উপজেলা্ ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com