৯৬ ক্রিকেটারকে টাকা দিল বিসিবি

0

করোনাভাইরাসে বন্ধ দেশের সব ধরনের খেলাধুলা। কভিড-১৯ ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বিসিবি প্রথম রাউন্ড শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে ১২ ক্লাবের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা। জাতীয় দল ছাড়া দেশের বহু ক্রিকেটার আছেন, যারা বছরের পুরো পরিকল্পনা সাজান প্রিমিয়ার ক্রিকেটের অর্থ দিয়ে। লিগ বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেটাররা যাতে বিপর্যস্ত হয়ে না পড়েন, সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ১২ ক্লাবের চুক্তির বাইরের ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) ১২ ক্লাবের কর্মকর্তাদের ডেকে বাছাইকৃত ৯৬ ক্রিকেটারের টাকা তুলে দেয়। সিসিডিএমের সদস্য সচিব আরি হোসেন বলেন, ‘বিসিবি সভাপতি জানিয়েছিলেন চুক্তির বাইরের ক্রিকেটারদের ৩০ হাজার টাকা করে অনুদান দেবেন। সে হিসেবে আমরা প্রিমিয়ার ক্রিকেটের ১২ ক্লাবের কর্তৃপক্ষের কাছে ৯৬ ক্রিকেটারের জন্য চেক হস্তান্তর করেছি। ক্রিকেটাররা যেন নিজ নিজ ক্লাব থেকে তাদের অর্থ নিয়ে নেন।’ সব মিলিয়ে ২৮ লাখ ৮০ হাজার টাকা দিয়েছে বিসিবি। শুধু প্রিমিয়ার ক্রিকেটারদেরই নয়, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ক্রিকেটারদের ২০ হাজার টাকা করে দেবে বিসিবি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com