ইতালি মনফালকনে বাংলা স্কুলে পালিত হলো মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

0

গত ২২,০২,২০২০ ইতালি মনফালকনে বাংলাদেশ ওয়েলফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন এর সহযোগিতায় বাংলা স্কুল মনফালকনে পালিত হলো মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও ২১ এর উপর প্রবন্ধ লিখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন বাংলা স্কুল এর সভাপতি জনাব নূরুল আমিন খন্দকার। সাধারন সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল ও আব্দু্ল আজিজের যৌথ পরিচালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। এই সময় অথিতি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন বাংলা স্কুল এর উপদেষ্টা ফরিদুল ইসলাম (আনিস),সহ সভাপতি ফরিদ খান, সাখাওয়াত হোসাইন, কোষাধ্যক্ষ আরিফুজ্জামান, সদস্য আবুল হোসাইন পাপ্পু,এইচ এম কবির,সিরাজুল হক ভূঞা টেনিস, মুরুব্বি মাঈনুদ্দিন মিয়া, আল আমিন খন্দকার সহ উক্ত স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক সহ সকল কোমলমতি ছাত্র ছাত্রীরা। আরও উপস্থিত ছিলেন সন্মনীত অভিবাবক বৃন্দ।বাংলাদেশ ওয়েলফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন বাংলা স্কুল এর সভাপতি জনাব নরুল আমিন খন্দকার বলেন অমর একুশের চেতনাকে ধারণ করে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সাথে নিবিড় যোগসূত্র স্থাপিত হোক, গড়ে উঠুক নিজস্ব ভাষা ও সংস্কৃতির বর্ণাঢ্য বিশ্ব। অনুষ্ঠানে অতিথিরা স্কুলের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদের বাংলা ভাষা শেখার পাশাপাশি আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে হবে, এতে করে শিশুরা প্রবাসের মাটিতে আমাদের দেশীয় সংস্কৃতির ধারক ও বাহক হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। সেই সাথে বক্তারা এই ফেব্রুয়ারি মাসে ভাষা শহীদের কথা ও স্মরণ করেন। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সুন্দর ও সফল পরিসমাপ্তি হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com