যুক্তরাষ্ট্রের মানুষও আমাদের ডিজিটাল সিস্টেম দেখে অবাক: পরিকল্পনামন্ত্রী

0

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের ডিজিটাল সিস্টেম কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের লোকজনও আমাদের ডিজিটাল টাকা পয়সা লেনদেন দেখে অবাক। তারা বলেন সেখানে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে টাকা লেনদেন করা যায় না। আমাদের গ্রামে-গঞ্জে স্বল্প শিক্ষিত মানুষের কাছেও অনেক সহজেই ডিজিটালি টাকা ট্রান্সফার হচ্ছে।

বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বলা হচ্ছে। এরকম কিছুই হবে না।

শনিবার (১৪ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশন গোলটেবিল আলোচনার আয়োজন করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com