ইউক্রেনের খারকিভে রুশ সেনারা পরাজিত হয়েছে: আইওডব্লিউ

0

ইউক্রেনের খারকিভ শহরের লড়াইয়ে রুশ সেনারা পরাজিত আর ইউক্রেনীয় সেনারা জয়ী হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইওডব্লিউ)। সংস্থাটি বলছে, বিভিন্ন তথ্য প্রমাণ থেকে মনে হচ্ছে ইউক্রেনের সেনারাই ওই অঞ্চলে জয়লাভ করেছে।

রাশিয়া ওই অঞ্চল থেকে পুরোপুরি সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলেও ধারণা করছে আইওডব্লিউ। তাদের ধারনা, ইউক্রেনীয় সৈন্যদের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ সেনারা। সেখানে রুশ সেনারা শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয়েছে।

সর্বশেষ মূল্যায়নে আইওডব্লিউ বলছে, রাশিয়া হয়তো সুশৃঙ্খলভাবেই সৈন্য প্রত্যাহার করছে এবং রুশ নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছে।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত খারকিভ শহরটি দূর্গের শহর হিসেবে পরিচিত। মূলত ইউক্রেনে রাশিয়ার হামলার পরই ওই অঞ্চলের এমন নামকরণ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো। তারপর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি অবরোধ করে রুশ বাহিনী।

কিন্তু দুই মাসেরও বেশি সময় পরেও রুশ সেনারা ওই শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। আইওডব্লিউ-এর মতে, তারা এখন হয়তো সেই প্রচেষ্টাও ত্যাগ করছে। এবং খারকিভ থেকে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com