রাজধানীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ

0

রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের হেফাজতে মিজানুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ইয়াবা ও গাঁজাসহ মিজানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তিনি মাদকাসক্ত ও মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলাও রয়েছে।

জানা যায়, গ্রেফতারের সময় হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুল হক আসামি মিজানকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে স্বজনরা এ ঘটনায় পুলিশি ঝামেলায় জড়াতে চাইছেন না। মিজানের স্ত্রীও তার স্বামীর মৃত্যু নিয়ে কথা বলতে রাজি হননি।

মৃত মিজানের বড় ভাই মজিবুর রহমান কান্না বিজড়িত কণ্ঠে বলেন, মারাই যখন গেছে, তখন আর এ নিয়ে কিছু করতে চাই না। ওপরে আল্লাহ আছেন। আর কিছু বলার নেই আমার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com