ইউক্রেনের সদস্যপদ নিয়ে জুনে মত জানাবে ইইউ

0

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ ইউক্রেনের সদস্যপদ নিয়ে জুন মাসে নিজেদের মত জানাবে ইউরোপিয়ান কমিশন। সোমবার কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই তথ্য জানিয়েছেন।

এক টুইটে ইইউ প্রধান জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বরেছেন এবং ইউক্রেনের সদস্যপদের প্রশ্নমালার জবাব পাওয়ার অপেক্ষায় আছেন।

উরসুলা ভন ডার লিয়েন বলেন, জুন মাসে ইইউ কমিশন নিজেদের মত জানাবে।

এপ্রিল মাসে কিয়েভ সফর করেন ভন ডার লিয়েন। রুশ আক্রমণের পর ইউক্রেনের প্রতি সংহতি জানাতে তিনি এই সফরে যান।

ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রার্থী রাষ্ট্র হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে ইইউ’র ২৭ সদস্য রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলো ভন ডার লিয়েনের কমিশনের বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নেবে। এই কমিশনই সদস্যপদ প্রদানের দীর্ঘ ও জটিল প্রক্রিয়া তদারকি করবে।

 সদস্যপদ পাওয়ার আগে ইউক্রেনকে শাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আইনের শাসন প্রতিষ্ঠার মতো কঠোর মানদণ্ড পূরণ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com