৬০ দেশের পর্যটকদের জন্য দুয়ার খুললো নিউ জিল্যান্ড

0

করোনা মহামারির জন্য গত দুই বছর ধরে আন্তর্জাতিক পর্যটকদের জন্য বন্ধ ছিল নিউ জিল্যান্ডের সীমান্ত। তবে দেশটিতে প্রবেশে বিদেশি পর্যটকদের জন্য বিধিনিষেধ তুলে নিলো সরকার। সোমবার অনেক বিদেশি পর্যটক অকল্যান্ড বিমানবন্দরে অবতরণ করেন। দীর্ঘদিন পর প্রিয়জনদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। 

সরকার বলছে, ৬০টির বেশি দেশের নাগরিকদের নিউ জিল্যান্ডে প্রবেশে বাধা নেই। তবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট ও ভ্যাকসিনের সনদ থাকা আবশ্যক।

নিউ জিল্যান্ডের নাগরিকরা গত মার্চ থেকেই দেশে আসা যাওয়া করতে পারছেন। এবার বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও এই সুযোগ করে দেওয়া হলো।

করোনা সংক্রমণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ২০২০ সালের মার্চে সীমান্ত বন্ধ করে দেয় নিউ জিল্যান্ড সরকার। এখন সংক্রমণ অনেকটাই কমে এসেছে।

দীর্ঘদিন লকডাউনের ফলে নিউ জিল্যান্ডে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসলে প্রতিবাদ জানায় দেশটির সাধারণ মানুষ। এক পর্যায়ে দেশের অভ্যন্তরে বিধি নিষেধে শিথিলতা আনতে বাধ্য হয় সরকার। দেশটিতে এ পর্যন্ত ৭১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি জাসিন্ডা সরকারের।

সূত্র: বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com