বাসার পাশেই মিলল ঢাবি অধ্যাপকের লাশ

0

গাজীপুরের কাশিমপুরে নিখোঁজের দুই দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক সাঈদা গাফফারের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার নিহতের লাশ বাসার পাশের বাউন্ডারি ওয়ালের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আনারুল নামে এক রাজমিস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত দুই দিন আগে গাজীপুরের কাশিমপুর থানায় একটি নিখোঁজ ডায়রি করেন নিহতের মেয়ে সাহিদা আফরিন।

পুলিশ জানায়, অধ্যাপক সাহিদা গাফফার কাশিমপুরের পাইনশাইল এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ওই এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন প্রকল্পে নিজের একটি ফ্লাটে কাজ করাচ্ছিলেন। আনারুল নামের এক রাজমিস্ত্রি কাজ করেন। সাহিদা গফফারের হাত থেকে টাকা ছিনিয়ে নিতে চান আনারুল। তখন তিনি চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান তিনি।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি আনারুলকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনারুল গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বুজর্গ জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে।

নিহত সাহিদা গাফফার ছিলেন ঢাবির পুষ্টি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক। তিনি ঢাবির সাবেক অধ্যাপক কিবরিয়া উল খালেকের স্ত্রী।

সূত্র : ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com