নারায়ণগঞ্জে আর নৌকার প্রয়োজন হবে না, নৌকা মিউজিয়ামে জায়গা করে নেবে: তৈমূর

0

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনের প্রচারণায় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জে আর নৌকার প্রয়োজন হবে না। নৌকা মিউজিয়ামে জায়গা করে নেবে।

শনিবার নারায়ণগঞ্জ বন্দরের ২১ ও ২২ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা এই কথা বলেন তিনি।

হাতি মার্কায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এই বিএনপি নেতা বলেন, ‘আপনারা মাঠে থাকবেন। কেন্দ্র দখল করে এজেন্ট বের করে দেয়ার দিন নৌকা শীতলক্ষ্যায় ডুবে গেছে।’

তিনি বলেন, ‘আর নৌকার প্রয়োজন হবে না। কারণ এখানে ব্রিজ হবে, টানেল হবে। নৌকা মিউজিয়ামে জায়গা করে নেবে।’

তিনি আরো বলেন, ‘এই বন্দরের কদম রসূল, মদনগঞ্জ বাংলাদেশের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ছিল। এই বন্দর এলাকায় রয়েছে পৃথিবীর অন্যতম নিদর্শন কদম রসূল দরগাহসহ অনেক মাজার। রাজনৈতিক দিক দিয়েও এই এলাকা গুরুত্বপূর্ণ।’

তৈমূর বলেন, ‘আমরা সিটি করপোরেশনকে জনমুখী করব। নির্বাচনে জয়ী হলে দুই শহরকে এক করে দেব। চট্টগ্রামের মত জায়গায় যদি টানেল হতে পারে, নারায়ণগঞ্জেও বন্দর ও নারায়ণগঞ্জ টানেলের মাধ্যমে একত্রিত হয়ে যাবে। একাধিক ব্রিজের মাধ্যমে বন্দর ও নারায়ণগঞ্জকে একত্রিত করা হবে।’

নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, ‘আমি যে অভিযোগ করি তার সাক্ষী নারায়ণগঞ্জের নগরবাসী। ট্যাক্স বেড়েছে কিনা তা নগরবাসী বলবে। পানির জন্য আলাদা করে দেড় লক্ষ টাকা নেয় কি না, ট্রেড লাইসেন্স বৃদ্ধি করেছে কি না এবং জন্ম নিবন্ধনের জন্য জনদূর্ভোগ বৃদ্ধি পেয়েছে কি না এটা জনগণ যারা আছে তাদের জিজ্ঞেস করবেন, তারা বলবে। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি নগরবাসী ভালো জানে।’

তিনি আরো বলেন, ‘জনগনের জয় হবে। সরকারের ব্যর্থতার জবাব জনগণ দিবে। রোববার নির্বাচন কমিশনার আসবে। তাকে পরিষ্কার ভাষায় বলবো, তারা যদি নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন না করে এবং এর জন্য যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে এর জন্য তারাই দায়ী থাকবে। আমার নির্বাচনী ইশতেহারে সকল নাগরিক সমস্যার বিষয় উল্লেখ থাকবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com