নৌকা মার্কার বাইরে গিয়ে নির্বাচন করলে পেটানোর হুঁশিয়ারি

0

নৌকা মার্কার বাইরে গিয়ে নির্বাচন করলে পেটানোর হুঁশিয়ারি দিলেন সদ্যনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হাই। এছাড়াও ‘এক কেন্দ্রে যতগুলো ভোট আছে ততগুলো নৌকায় সিল পড়বে। অন্য কোনো আবোল তাবোল মার্কায় ভোট হবে না। নৌকায় প্রকাশ্যে টেবিলের ওপর সিল মারতে হবে’ বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (০৩ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের নির্বাচনী প্রচারণা সভায় কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকার ভোট হবে প্রকাশ্যে। টেবিলের ওপর সিল মারতে হবে সবাইকে। কোনো আবোল তাবোল মার্কায় সিল মেরে দেশের ক্ষতি করতে দেয়া হবে না।

বক্তব্যে তিনি নিকরাইল ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাসুদকে অবাঞ্চিত ঘোষণা করে তাকে এলাকায় প্রবেশ করলে প্রতিহত করার হুমকিও দেন।

এর আগে শুক্রবার রাতে উপজেলার পাথাইলকান্দি এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে নৌকা প্রতীকের প্রার্থী মতিন সরকারের নেতাকর্মীরা পাথাইলকান্দি বাজারে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com