ইউরোপে করোনায় আক্রান্ত ছাড়ালো ৭ কোটি

0

ইউরোপে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ছাড়ালো সাড়ে ৭ কোটি। ওমিক্রন ভ্যারিয়েন্ট বাড়তে থাকার মধ্যেই এমন তথ্য জানালো বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপজুড়ে নতুন করে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বিশেষ করে যুক্তরাজ্যে দৈনিক ৫০ হাজার মানুষ নতুন করে শনাক্ত হচ্ছেন। মাঝখানে আক্রান্তের হার কমে আসলেও পরিস্থিতি এখন ভিন্ন।

এদিকে, নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ আফ্রিকা থেকে গত সপ্তাহেও কিছু লোক দেশটিতে প্রবেশে করেছেন। তাদের অনেকের নমুনায় করোনার উপস্থিতি মেলেছে। তবে তারা ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত কিনা তা নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা।

এখন পর্যন্ত বিশ্বের ৩০টিরও বেশি দেশে করোনার অতি সংক্রামক স্ট্রেইন ওমিক্রন শনাক্ত হয়েছে। এই নতুন ধরন নিয়ে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত অতি সংক্রামক হলেও আতঙ্কের মতো কিছু ঘটেনি। বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত ৫২ লাখের বেশি মানুষ মারা গেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com