করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫২ লাখ ৫৭ হাজার

0

করোনায় আক্রান্ত হয়ে সমগ্র বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫২ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে আমেরিকায়। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৯৮ লাখ ৭৮ হাজার ৪৯ জন। মারা গেছেন আট লাখ আট হাজার ১১৬ জন।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৫৭ হাজার ৭৫৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৪৪২ জন। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৬৬১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৬ লাখ ৪০ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৭০ হাজার ২৫৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ২৯ হাজার ৪০৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৫ হাজার ৪৫৪ জনের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com