কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সিলেট জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সিলেট জেলা শাখার কার্যকরি কমিটির মতবিনিময় সভা গত (২০নভেম্বর) শুক্রবার রাত ৮টায় নগরীর পাইওনিয়ার স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড সিলেট জেলা শাখার সভাপতি খুররম আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুহেল তালুকদার এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন সিনিয়র সহ সভাপতি ডাঃ মোস্তফা আহমদ আজাদ, সহ সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী, গিয়াস উদ্দীন চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবিকা নারী নেত্রী শামীম আরা বেবি, আব্দুশ শাকুর বাবুল ও শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক রায়হান উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক সাঃ মুসলিম উদ্দীন (অব:), প্রচার সম্পাদক সাদিকুর রাহমান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবাধিকার বলতে বোঝায় মানুষের মৌলিক অধিকারসহ সেসব অধিকার, যা একজন মানুষ হিসেবে পাওয়াটাই ন্যায়সংগত। সর্বজনীন মানবাধিকার ঘোষণার এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সব মানুষই স্বাধীন অবস্থায় সম-মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এর সঙ্গে যোগ করা হয়েছে অর্থনীতি, সামাজিক-সাংস্কৃতিক অধিকার এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার। আমরা সবাই কাধে কাধ মিলিয়ে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর মাধ্যমে সারাবিশ্বের মানুষের অধিকার নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক, আশরাফুল আলম, রায়হান উদ্দিন, এম এ ওয়াহিদ, হাফিজ মাহতাব উদ্দিন, মাওলানা তোফায়েল আহমেদ, আবু সাইদ, সহ জেলা শাখার নেতৃবৃন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com