সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না: বিএনপি

0

সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না এবং এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।

একইসঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় শনিবার এ নিন্দা জানানো হয় বলে রোববার (১২ সেপ্টেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় গত ৪ সেপ্টেম্বর কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি করে শাহিবর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে হত্যা করে। সভ্য পৃথিবীর কোনও দেশের সীমান্তে এভাবে মানুষকে গুলি করে হত্যা করা হয় না। এটা আন্তর্জাতিক আইনবিরোধী। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এসব সীমান্ত হত্যার বিষয়ে কখনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

সভায় এ ধরনের ন্যক্কারজনক হত্যাকাণ্ড বন্ধে ভারতীয় কর্তৃপক্ষকে বাধ্য করতে সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com