আফগানিস্তানে ইসলামি আইন ও শরিয়াহ বাস্তবায়নের নির্দেশ তালেবানের শীর্ষ নেতার

0

আফগানিস্তানের নতুন সরকারকে ইসলামি আইন ও শরিয়াহ বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তালেবান তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণার পর এক বিবৃতিতে এমন বার্তা দেন তিনি।

বিবৃতিতে দেশের দায়িত্বরত ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে আখুন্দজাদা বলেন, আফগানিস্তানের সর্বোচ্চ স্বার্থ রক্ষা, দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিত করতে হবে।

তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এটিই গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা-এর প্রথম বার্তা।

আখুন্দজাদা আরও বলেন, শিক্ষা ব্যবস্থার পর্যবেক্ষণ করে সরকারের দায়িত্ব হচ্ছে শরিয়াহ কাঠামোর মধ্যে থেকে দেশের সব মানুষের আধুনিক বিজ্ঞান ও ধর্মের ওপর ভিত্তি করে স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

এর আগে, কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। মঙ্গলবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে ইসলামি সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্ত ৩৩ সদস্যের নাম ঘোষণা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com