করোনায় মারা গেলেন বিএনপি নেতা রিজভীর ভাগ্নে উল্লাস

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর ভাগ্নে (বড় বোনের ছোট ছেলে) জিয়াউল আলম সিদ্দিকী(উল্লাস) করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০বছর।

রুহুল কবির রিজভী জানান, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় তার ভাগ্নে উল্লাসকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করালে করোনা রিপোর্ট পজিটিভ আসে।

হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আড়াইটার দিকে মারা যান জিয়াউল আলম সিদ্দিকী।

মরহুম জিয়াউল আলম সিদ্দিকী পেশাগত জীবনে স্থানীয়ভাবে নানা ধরনের ব্যবসায় নিয়োজিত ছিলেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার পাচপাইকা গ্রামের সাবেক স্কুলশিক্ষক নূরুল আমিন আকন্দের ছোট ছেলে।

এদিকে উল্লাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘ভাগ্নে উল্লাস সকলের কাছে অত্যন্ত স্নেহভাজন আদরের হিসেবেই বেড়ে উঠেছিল। ব্যক্তিজীবনে নিরহঙ্কারী সৎ হিসেবেই জীবন যাপন করেছেন।

রিজভী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকলের কাছে দোয়াচেয়েছেন, যেন মহান আল্লাহ তার ভাগ্নে উল্লাসকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com