কুরবানির পশুর যেসব জিনিস খাওয়া নিষিদ্ধ

0

কুরবানির পশুসহ যে কোনো হালাল প্রাণীর রক্ত খাওয়া ইসলামে নিষিদ্ধ। ছাড়াও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম৭টি জিনিস খাওয়া অপছন্দ করতেন। প্রসঙ্গে হাদিসের একাধিক বর্ণনায় এসেছে

> বিখ্যাত তাবেয়ি হজরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বকরিরসাত জিনিস (খাওয়াকে) অপছন্দ করেছেন। (তাহলো)- প্রবাহিত রক্ত, পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, নরমাদা পশুর গুপ্তাঙ্গ এবং অণ্ডকোষ।‘ (বায়হাকি)

> অন্য হাদিসে এসেছে, ‘রক্ত ছাড়া হালাল পশুর অন্য কোনো অংশ হারাম নয়।তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল পশুর অংশগুলো অপছন্দ করতেন

. প্রবাহিত রক্ত

. অণ্ডকোষ

. চামড়া গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি

. মূত্রথলি

. পিত্ত

. নর মাদা পশুর গুপ্তাঙ্গ।

তবে ইসলামে সর্ব সম্মতিক্রমে পশুর রক্ত খাওয়া নিষিদ্ধ। সুতরাং কুরবানির পশু হোক কিংবা হালাল যে কোনো পশু হোক; সবহালাল প্রাণীর রক্ত খাওয়া হারাম বা নিষিদ্ধ।

হাদিসের অনুসরণে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অপছন্দনীয় পশুর নির্ধারিত অংশ গুলো না খাওয়াই উত্তম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com