করোনা রোগীদের সেবায় ঈদের ছুটিতে প্রস্তুত থাকবে টিম খোরশেদ

0

করোনার শুরু থেকে করোনা প্রতিরোধে কাজ করা মানবিক সংগঠন টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা এবারও ঈদুল আজহার দিন ঈদের ছুটিতে করোনা সংক্রান্ত সেবায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

রোবরার দুপুরে গণমাধ্যমে পাঠানে বিবৃতিতে তথ্য জানানো হয়।

করোনা সঙ্কট মোকাবেলায় টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা ঈদের দিন ঈদের ছুটিতেও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে যে কোনো ধরনের সেবা প্রদানে জন্য। ঈদের সময়টাতে সেবা দেয়ার জন্য ইতিমধ্যে ২০ সিলিন্ডার অক্সিজেন তৈরী রাখা হয়েছে। এছাড়াও এসময়ে দাফন সৎকার, এম্বুলেন্স সাপোর্ট, টেলিমেডিসিন প্লাজমা ডোনেশনও চালু থাকবে। ঈদের নামাজ শেষে টিম খোরশেদএর স্বেচ্ছাসেবকরা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ খাদ্য সামগ্রী উপহার বিনিময়ের মাধ্যমে দিনের শুরু করবেন। এরপরে টিম খোরশেদ এর উদ্যেগে গরু কোরবানিরও আয়োজন থাকবে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে টিম খোরশেদ দাফন, সৎকার, অক্সিজেন, প্লাজমা এম্বুলেন্স সাপোর্ট, টেলিমেডিসিন ছাড়াও রমজান মাসে বিনামূল্য প্রতিদিন এক হাজার পরিবারকে মোট ১২ টন সবজী বিতরণ, নয় হাজার পরিবারকে কয়েক দফা খাদ্য সহায়তা ঈদ খাদ্য সামগ্রী উপহার, কাজ হারানো মানুষকে ক্ষুদ্র ব্যাবসার পুজি একাধিক রিক্সা ভ্যান উপহার দিয়েছেন মানবিক সংগঠন টিম লিডার খোরশেদ।

টিম লীডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, যত বাধাই আসুক না কেন করোনার শেষ পর্যন্ত আমারা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, করোনার শুরু থেকে ( মার্চ২০২০) টিম খোরশেদ মানুষের পাশে দাড়ায়।সংগঠনের পক্ষ খেকে প্রথমে ৬০ হাজার বোতল স্যনিটাইজার তৈরী বিতরণ করা হয়। করোনায় মৃত্যু শুরু হলে টিম খোরশেদ নিজ উদ্যেগে দাফন সৎকার শুরু করে এখনো পর্যন্ত দুই শতাধিক (আজকে পর্যন্ত ২১৬ জন) দাফন সৎকার নম্পন্ন করেছে।

এছাড়াও পর্যন্ত ৪৬৬ জনকে টিম খোরশেদ ফ্রী অক্সিজেন,১০৪ জন্য ফ্রী এম্বুলেন্স এবং ১১৪ জনকে ফ্রী প্লাজমা ডোনেশন প্রায় ১৫ হাজার মানুষকে ফ্রী টেলিমেডিসিন সেবা দেয়া হয়েছে। প্রসঙ্গে টিম খোরশেদ এর টিম লিডার ১৩নং ওর্য়াডকাউন্সিরার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আল্লাহ রাব্বুল আল আমিন যতদি আমাদেও প্রতি সদয় থাকেন আমরা ততদিন দুঃস্থ মানুষের পাশে খাকবো ইনশাল্লাহ। আমাদের দাফনসৎকার, ফ্রী অক্সিজে, ফ্রী এম্বুলেন্স, ফ্রী প্লাজমা ডোনেশন ও টেলিমেডিসিন যতদিন প্রয়োজন ততদিন চলমান থাকবে, ইনশাআল্লাহ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com