বহুদলীয় ‘গণতন্ত্রের’ বাগান রচনা করেছিলেন জিয়াউর রহমান: নজরুল ইসলাম খান

0

শুভদিনএগিয়ে আনার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (২০ জুন) দুপুরে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেসমাজ উন্নয়নে মৃত্যুঞ্জয়ী জিয়াশীর্ষক এই আলোচনা সভা হয়।

নজরুল ইসলাম বলেন, ‘একদলীয় শাসনের কবরের ওপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন জিয়াউর রহমান।স্বৈরশাসনের গোরস্তানের ওপর সংসদীয় গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আরেকবার আজকে গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র উপহার দেবে সেই বিএনপি, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে।

তিনি বলেন, ‘আসুন আমরা সেই শুভদিনের প্রতীক্ষা করব না শুধু। শুভদিনকে এগিয়ে আনার জন্য আমরা একসঙ্গে কাজকরব।

জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হাই শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুলইসলাম, জিয়া পরিষদের মহাসচিব এমতাজ হোসেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com