যৌথ সামরিক মহড়া আয়োজন করবে পাকিস্তান-ইরান

0

ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে চায় পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার এ তথ্য জানিয়েছেন।

সেনাবাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বক্তব্য দেন বলে খবর দিয়েছে পার্সটুডে।

পাক সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার যে পরিবেশ বিদ্যমান রয়েছে, বিশ্বের এমন কোনো শক্তি নেই যে, এর ওপর প্রভাব ফেলতে পারবে। ইরানের সঙ্গে যৌথ মহড়া আয়োজন করতে পাকিস্তান গভীরভাবে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

মেজর জেনারেল বাবর ইফতিখার এ সময় আফগানিস্তানসহ আঞ্চলিক নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক, ইরান নীতি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরেন।

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর আয়োজনে দ্বিবার্ষিক আমান-২১ শীর্ষক বহুজাতিক নৌমহড়া অনুষ্ঠিত হয়। বিশ্বের অনেক দেশের মতো এতে পর্যবেক্ষক হিসেবে ইরানের সামরিক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর পাকিস্তানের সরকার ও সশস্ত্র বাহিনী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com