কাশিমপুর কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দী হাজতির মৃত্যু

0

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় করাগারে বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাজতি মোস্তাক আহমেদ (৫৩) নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার ছোট বালাপুর এলাকার মোঃ আব্দুল রাজ্জাকের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় করাগারের সিনিয়র জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় কারাগরের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোস্তাক আহমেদ। এসময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসত পরীক্ষা-নিরীক্ষা শেষে মোস্তাক আহমেদকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা নং ০২(০৫) ২০২০ ধারা ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ১১/২৫(১) (খ)/৩১/৩৫ রুজু ছিল। ২০২০ সালের আগষ্ট মাস থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার হাজতি নং- ৯২৭/২০২০।

গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কতব্যরত চিকিৎসক ডাঃ মোঃ শরীফ জানান, মোস্তাক আহমেদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com