৩২৩ ইউপি ও ৯ পৌরসভা নির্বাচন এপ্রিলে

0

স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে দেশের ২০ জেলার ৩২৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী ১১ এপ্রিল। একই দিন ৯ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪১ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলে ইসির কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত করার পর এসবের ভোটের তফসিল হবে মার্চে।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বুধবার ৭৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ হুমায়ুর কবীর খোন্দকার।

ইসি সচিব বলেন, ২০ জেলার ৬৩টি উপজেলার ৩২৩টি ইউপির মধ্যে ৪১টি ইউপি বাদে বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে। এক্ষেত্রে তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। কেননা, ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত করার পর তফসিল ঘোষণা করা হবে।

হুমায়ুন কবীর বলেন, ষষ্ঠ ধাপের ৯টি পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, নাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগাজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ। এসব পৌরসভাতেও ইভিএমে ভোটগ্রহণ হবে। এবারও গতবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com