‘বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আপন মহিমায় বিকশিত হতে পারে না’: মাহবুব তালুকদার

0

নির্বাচন কি এখন নির্ধারিত এমন প্রশ্ন তুলে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, সংস্কার না করায় নির্বাচন ব্যবস্থাপনা এখন গভীর খাদের কিনারে। নির্বাচন কমিশনের পঞ্চম বছরের প্রারম্ভে গতকাল সোমবার দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ‘বর্তমানে নির্বাচন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। এককেন্দ্রিক নির্বাচন বহুদলীয় গণতন্ত্রের উপাদান হতে পারে না।’

তিনি বলেন, ‘যেহেতু নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, সেহেতু নির্বাচনের প্রতিটি আইন-কানুন ও আচরণবিধি কঠোরভাবে পালনের মধ্যদিয়ে গণতন্ত্রকে পরিপালন ও সংরক্ষণ করতে হবে।’

‘কিন্তু নির্বাচন প্রক্রিয়া যথাযোগ্য সংস্কার না করার কারণে নির্বাচন ব্যবস্থাটনা এখন গভীর খাদের কিনারে’ বলেন এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘এই সংস্কার নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। এ জন্য রাজনৈতিক দলগুলো এবং সংশ্লিষ্ট সকলের সমঝোতা প্রয়োজন।’

মাহবুব তালুকদার বলেন, ‘পৌরসভা নির্বাচনের ফলাফল দেখে আমার ধারণা হচ্ছে- নির্বাচন নির্বাসনে যেতে চায়। নির্বাচন অর্থ অনেকের মধ্য থেকে ভোটের মাধ্যমে বাছাই। কিন্তু সে অবস্থা আজকাল পরিলক্ষিত হয় না।’

তিনি বলেন, ‘প্রশ্ন জাগে- নির্বাচন কি এখন পূর্বে নির্ধারিত? নির্বাচন অংশগ্রহণমূলক এবং সর্বজন গ্রহণযোগ্য না হলে, কোনো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আপন মহিমায় বিকশিত হতে পারে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com