সোনাইমুড়ীতে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গোলাগুলি, আহত ৩

0

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের আলোকপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ তিনজনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ মোহন (১৮) সোনাইমুড়ী উপজেলার বাহারকুট গ্রামের আবদুল হকের ছেলে। আহতরা হলেন- আমিরাবাদ এলাকার আবুল হাসেমের ছেলে সালাউদ্দিন (২৭), উলুপাড়া এলাকার স্বপনের ছেলে মনির (২২)।
জানা গেছে, ভোট কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের সহিংসতার এই ঘটনা ঘটে। তারা একটি ককটেল বিস্ফোরণ করে কিছু ভোটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং গুলিবর্ষণ করে। ওই সময় মোহন (১৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, শুনেছি কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তিনি গুলিবিদ্ধের অভিযোগ নাকচ করে দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com