স্পেনে সরকারি সেবাসংস্থার নেতাদের সঙ্গে বাংলাদেশিদের মতবিনিময়

0

স্পেনের মাদ্রিদে অভিবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধা, সমস্যা ও সমাধানের পন্থা নিয়ে স্প্যানিশ সেবামূলক বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় স্পেনের ডাক্তার, পুলিশ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন সেবাসংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনে উদ্যোগে আয়োজিত মতবিনিময়সভায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা নিজেদের নানা সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে উপস্থিত স্প্যানিশ সেবাসংস্থার নেতৃবৃন্দ নানা পন্থা তুলে অভিবাসী বাংলাদেশিদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়কারী সেন্ত্র ক্যাসিনো দে লা রেইনার পরিচালক ইসাবেল হেররেরো, মেডিক্যাল সার্ভিস (সেন্ত্র সালুদ) লাভাপিয়েস এর পরিচালক ডা. আন্তোনিও খাইমেজ, পরিবার পরিকল্পনা ও শিশু সেবা সংস্থার সারা মার্টিনিজ, খসে হেরেরা, এনজিও কর্মী বেনজামিন গমেজ প্রমুখ।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহসভাপতি আল আমীন মিয়া, কমিউনিটি নেতা সোহেল ভূঁইয়া, এস এম মাসুদুর রহমান, অ্যাড. তারেক হোসাইন, আবু বক্কর, আলামিন, হানিফ মিয়াজী প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com