করোনা: বিশ্বে জুড়ে মৃত্যুর সংখ্যা ২৩ লাখ ২০ হাজার ছাড়াল

0

করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৬৩ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। আর এ ভাইরাসে মোট মারা গেছেন ২৩ লাখ ২০ হাজার ৪৫০ জন।
ওয়ার্ল্ডোমিটারের আজ রবিবার সকাল ১০টা পর্যন্ত তথ্য অনুযায়ী এই সংখ্যা জানা গেছে। এই সময়ের মধ্যে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৬৩৯ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৭৫ লাখ ১৯ হাজার ৬৩৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৭৩ হাজার ৫২৮ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ২৭ হাজার ১৭০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ২৮ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৯৭ হাজার ৭৯৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩১ হাজার ৬৯ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com