সবচেয়ে বেশি প্রতারণার শিকার চাকরি প্রত্যাশীরা, প্রতিদিন গড়ে ৭ মামলা

0

গেলো বছর প্রতারক চক্রের পকেটে ঢুকেছে দেড় হাজার কোটি টাকা।

পুলিশ কর্মকর্তারা বলছেন, একই সময়ে দেশের বিভিন্ন থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় ২ হাজার ৪৭৭টি মামলা হয়েছে। র‌্যাব পুলিশ ও সিআইডির তথ্য মতে, গত এক বছরে প্রতারক চক্রের অন্তত ১ হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

চাকরির নামে বা অন্যভাবে প্রতারণার শিকার বেশিরভাগ ভুক্তভোগী মামলা করতে চান না। ভুক্তভোগীদের কেউ কেউ অভিযোগ করেছেন, প্রতারণার ঘটনায় পুলিশ মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) নেয়। ফলে কার্যত কোনো তদন্তই হয় না।

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন টার্মিনাল-৩-এ দক্ষ ও অদক্ষ শ্রমিক ও সুপারভাইজর পদে ভুয়া নিয়োগপত্র দিয়ে একটি চক্র অন্তত ১৫০ জনের কাছ থেকে দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত ২২ জানুয়ারি রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো চেষ্টা করছে এসব অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে। চাকরি প্রত্যাশীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন করার আগে খোঁজ নেওয়ার পরামর্শ দেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com