১০ কোটি ছাড়াল করোনায় আক্রান্তের সংখ্যা, মৃত্যু হার ২.১৫ শতাংশ

0

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়ালো। রয়টার্স ট্যালির হিসেব অনুযায়ী বুধবার এই মাইলফলক ছুঁয়েছে করোনা। এরমধ্য দিয়ে বিশ্বের মোট জনসংখ্যার ১.৩ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত হলো। এতে প্রাণ হারিয়েছেন ২১ লাখেরও বেশি মানুষ। হিসেব অনুযায়ী গড়ে প্রতি ৭.৭ সেকেন্ডে একজন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন ৬ লাখ ৬৮ হাজার মানুষ। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হার ২.১৫ শতাংশ।

রয়টার্স জানিয়েছে, এরমধ্যে সবথেকে বেশি ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ভারত, তুরস্ক, স্পেন ও বৃটেনের।

করোনা সংক্রমণ শুরু হওয়ার প্রথম ১১ মাসে আক্রান্তের সংখ্যা ৫০ মিলিয়ন বা ৫ কোটি ছাড়ায়। পরের ৫ কোটি আক্রান্ত হতে সময় লেগেছে মাত্র ৩ মাস। এরইমধ্যে ৫৬টি রাষ্ট্র করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে। দেয়া হয়েছে প্রায় ৭ কোটি ভ্যাকসিন। মাথাপিছু ভ্যাকসিন দেয়ায় সবার আগে রয়েছে ইসরাইল। এরইমধ্যে দেশটির প্রতি তিন জনের একজন ভ্যাকসিন পেয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com